২০১৩-২০১৪ ইং অর্থবছরে এল, জি, এস, পি-২ এর আলোকে চুরান্ত বরাদ্দের আওতায় প্রকল্প অগ্রগতির তালিকা নিন্মরুপ:
- ইউনিয়নের বিভিন্ন স্থানে হত দরিদ্রগণের জন্য পানীয় নলকূপ সরবরাহ।
- জলাবদ্ধতা দূরী করণের জন্য ইউনিয়নের বিভিন্ন স্থানে আর,সি,সি পাইপ সরবরাহ।
- এগারগ্রাম উচ্চ বিদ্যালয় ও ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় মেরামত ও আসবাবপত্র সরবরাহ।
- মধুপুর হইতে পোমতলা রাস্তায় দুইটি কালভার্ট নির্মাণ।
- ভবানীপুর মসজিদের পেছনে রিচেইনিং দেওয়াল নির্মাণ ও মাটি ভরাট।
- উত্তর লক্ষীপুর মসজিদের পাশে মাটি ভরাট।
- খটকপুর হইতে রসুলপুর ও ঝিকুটিয়া পাকা রাস্তা হইতে নাটেহর ও মধুপুর পোমতলা রাস্তা সংস্কার।
- বর্ষা কালীন যোগাযোগ ব্যবস্থা স্বচল রাখার জন্য ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বেটস ফালানো।
- তথ্য ও সেবা কেন্দ্রের জন্য একটি ল্যাপটপ ও আসবাবপত্র সরবরাহ।